Thursday, October 19, 2017

power creates social norms





এই পোস্টারগুলো কানাডায় লাগানো হয়েছে । আবার কানাডারই quebec এ নিকাব নিষিদ্ধ করা হয়েছে আর এভাবেই power creates  social norms।
আপনি যদি চিন্তাশূন্য follower শ্রেণীভুক্ত মানুষ হয়ে থাকেন তাহলে আপনার পক্ষে এই social norm এর বিপরীতে হাটা কখনই সম্ভব না। এর জন্য প্রয়োজন unwavering ideological conviction. আমরা মুসলিম হিসেবে জন্ম গ্রহণ করে ইসলামকেও পেয়েছি social norm হিসাবে (যতটুকু secular power আমাদেরকে allow করে)। তাই ইসলামকে আমরা নিয়েছি cultural identity হিসাবে , ideological identity হিসাবে নয়। আর এই ideological conviction আনতে হলে আপনাকে মূলে ফিরে যেতে হবে। আপনাকে শুরু করতে হবে "আপনি কেন মুসলিম" এই প্রশ্ন দিয়ে।





Saturday, August 5, 2017

ইসলামকে বোঝার স্বার্থেই কুফরকে জানা জরুরি

ইসলামকে ব্যাখ্যা করতে গিয়ে আমরা সচরাচর যে ভুলটি করি তা হচ্ছে, আমরা এমন সব শব্দ ব্যবহার করি যেগুলো অন্য আইডিওলজি থেকে ধার করা কিংবা বর্তমান ডোমিনান্ট আইডিওলজি ওই শব্দগুলোর নতুন অর্থ নির্ধারণ করে দিয়েছে যা ইসলামিক ধারণার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। যেমন আমরা বলি ইসলাম শান্তির ধর্ম কিংবা মানবতার ধর্ম। সেক্যুলার লিবারেল ডিসকোর্সে শান্তি কিংবা মানবতা বলতে যা বোঝায় ইসলামে ঠিক একই জিনিস বোঝায় না। জিহাদকে লিবারেল ডিসকোর্সে কখনই শান্তিকামী বলা যাবেনা কিংবা হোমোসেক্সচুয়ালদের মৃত্যুদণ্ড অথবা চোরের হাত কাটা কখনই মানবিক হিসাবে গণ্য হবেনা। আরও উদাহরণ দেয়া যায়, যেমন ইসলামে সাকসেসফুল বলতে তাকেই বোঝানো হয় যে নিজেকে জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করতে  পেরেছে। কিন্তু এই সংগা ইসলামের বাইরে অন্য কোনো আইডিওলজিতে পাওয়া যাবেনা।

যারা বর্তমান যুগের সাথে সাংঘর্ষিক ইসলামের আহ্কামগুলোকে অন্য আইডিওলজি থেকে ধার করা শব্দ/ধারণা দিয়ে বোঝাতে কিংবা বুঝতে চেষ্টা করেন তাদের সামনে দুটি পথ খোলা থাকে, হয় আপনাকে ইসলামের ওই আহ্কামগুলোকে এমনভাবে ব্যাখ্যা করতে হবে যা অন্য আইডিওলজির সাথে সামঞ্জস্যপূর্ণ নাহয় আপনাকে ওই আহ্কামগুলোকে অস্বীকার করতে হবে এই বলে যে ওগুলো চৌদ্দশত বছর আগের সমাজের জন্য প্রযোজ্য ছিল। দুটি পথই আপনাকে ইসলাম থেকে দূরে নিয়ে যাবে। তাই ইসলামকে ইসলামিক ওয়ার্ল্ডভিউ দিয়েই বুঝতে এবং বোঝাতে হবে।

সারমর্ম :
ইসলামকে বোঝার স্বার্থেই কুফরকে জানা জরুরি। দুটোর যে কোনো একটাতে অজ্ঞতা থাকলে আমরা বুঝবো না কোথায় এদের বাউন্ডারি। তাই ইসলামের পাশাপাশি বর্তমান যুগের রুলিং আইডিওলজি লিবারেল সেক্যুলারিজম সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা জরুরি।


Thursday, July 27, 2017

আমি ছোট থাকতেই বাচ্চাদেরকে কোনো বিশেষ ধর্মের অনুসারী করে গড়ে তোলার বিপক্ষে


ক : আমি ছোট থাকতেই বাচ্চাদেরকে কোনো বিশেষ ধর্মের অনুসারী করে গড়ে তোলার বিপক্ষে। আমি মনে করি এটা ফেয়ার না কারণ ওরা বুঝে উঠার আগেই আমরা ওদেরকে কোনো একটি ধর্মের প্রতি বায়াস করে ফেলছি।  তাই আমি আমার বাচ্চাদের কোনো ধর্মীয় শিক্ষা দিচ্ছিনা , ওরা বড় হয়ে নিজেরাই বেছে নেবে ওদের যেটা ভালো লাগে

খ : হুমম , তার মানে আপনি বলতে চাচ্ছেন আপনার বাচ্চারা ধর্মের ব্যাপারে কোনো বায়াস ছাড়াই বড় হচ্ছে কিন্তু ব্যাপারটা ঠিক তা নয়, ওরাও একটি বায়াস নিয়েই বড় হচ্ছে

ক: কিভাবে ?

খ: প্রথমেই আপনার আইডিওলজিক্যাল অবস্থানটা পরিষ্কার করে নেয়া যাক। আপনার মতে ধর্ম একটি ব্যক্তিগত বিষয় এবং রাষ্ট্র পরিচালনায় এর নাক গলানোর কোনো সুযোগ নেই। আমি কি ঠিক বললাম?

ক: জ্বি ঠিক বলেছেন

খ: আপনি নিজেকে মুসলিম হিসাবে দেখেন কিন্তু ইসলাম ধর্মকে একমাত্র সত্য ধর্ম হিসাবে দেখেন না এবং আপনি মনে করেন সব ধর্মই সমান।

ক: জ্বি এটাও ঠিক ধরেছেন

খ: তার মানে হচ্ছে আপনি সেক্যুলার লিবারেল আইডিওলজিতে বিশ্বাস করেন। এই আইডিওলজি মানুষের স্পিরিচুয়াল পিপাসাকে অস্বীকার করেনা আবার এই পিপাসা পূরণ করার জন্য কোনো গাইডেন্সও দেয় না।  মানুষ কাকে সিজদা করলো সেটা নিয়ে এর কোনো মাথা ব্যাথা নেই। ধর্ম এর কাছে একটি গৌণ ব্যাপার। ঠিক এ কারণেই আপনার সন্তান বড় হয়ে কোন ধর্মে দীক্ষিত হলো সেটা আপনার কাছে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নয়।

ক: কিন্তু ধর্মের ব্যাপারে এখানে বায়াসনেসটা  কোথায় ?

খ: আমার আরও একটু ব্যাখ্যা বাকি আছে।  আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই সেক্যুলার লিবারেল আইডিওলজি যেটা আপনার জীবনের মাপকাঠি। যেটা দিয়ে আপনি ধর্মকেও  বিচার বিবেচনা করেন। তো সত্যিকার অর্থে আপনি উপাসনা করেন সেক্যুলার গডকে এবং এটাই আপনার ধর্ম। বর্তমান বিশ্বে এই সেক্যুলার গডের জয়জয়কার।  দেশ, জাতি, ধর্ম নির্বিশেষে সবাই (খুবই ক্ষুদ্র ব্যতিক্রম ব্যতীত) এই সেক্যুলার গডের অনুসারী। আমাদের ছেলেমেয়েরা দিনভর এই সেক্যুলার গডের শিক্ষাই পাচ্ছে। শিক্ষা ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, বিশ্ব ব্যবস্থা সবই চলছে এই গডের শিক্ষা অনুসারে। এমনকি ওদের সমস্ত  এন্টারটেইনমেন্টও এই শিক্ষার আলোকেই   গড়া। তো এর মানে হচ্ছে আপনি সত্যিকার অর্থে যে ধর্মে বিশ্বাস করেন আপনার ছেলেমেয়েরাও ১০০%   ঠিক সেই ধর্মের শিক্ষাই  পাচ্ছে। আপনি না শেখালেও রাষ্ট্র এবং  বিশ্ব আপনার  বাচ্চাদের সেক্যুলার গডের  শিক্ষা দিচ্ছে । অন্য ধর্মের তুলনায় আপনার সেক্যুলার ধর্ম আনপ্যারালাল প্রিভিলেজ পাচ্ছে। এইরকম একটি পরিবেশে যারা বড় হবে তারা স্বাভাবিকভাবেই সেক্যুলার লিবারেল হবে। তাই আপনার এই কথাটা ঠিক না যে আপনার ছেলেমেয়েরা কোনো বায়াস ছাড়াই বড় হচ্ছে। ওরা সেক্যুলার গডের প্রতি একটি বিশাল বায়াস নিয়ে বড় হচ্ছে।

ক: আপনি তো দেখি আপেল আর কমলা গুলিয়ে ফেলেছেন।  লিবারেল সেক্যুলারিজম একটি পলিটিকাল আইডিওলজি, এটি কোনো ধর্ম নয়। এটি সব ধর্মকেই সমান স্বাধীনতা দেয়।

খ: না, আমি গুলিয়ে ফেলেনি। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি ধর্ম বলতে শুধুমাত্র ইসলামকেই মিন করছি যেহেতু আমি একজন মুসলিম। ইসলাম অন্যান্য ধর্মের মতো শুধু একটি ধর্মই না এটি একটি পলিটিকাল আইডিওলজি-ও। এতে  শাসন, অর্থ, বিচার , সমাজ , বৈদেশিক নীতি সহ সব বিষয়েই দিকনির্দেশনা রয়েছে যা সেক্যুলার লিবারেল  আইডিওলজির সাথে সাংঘর্ষিক। দুটি বিপরীতমুখী  পলিটিকাল আইডিওলজি কখনই একসাথে  রুল করতে পারেনা, সম্ভবও নয়। তাই লিবারেল সেক্যুলারিজম ইসলামকে ব্যক্তিগত উপাসনামূলক  বিষয়গুলোতে ছাড় দিলেও পলিটিকাল বিষয়গুলোতে বিন্দুমাত্র ছাড় দেয় না।

Thursday, July 13, 2017

একজন মানুষরূপী শয়তানকে দেখে লোকে বলবে "শালা মুক্তিযোদ্ধা "

কালের বিবর্তনে অনেক শব্দ হারিয়ে যায় কিংবা নতুন অর্থ গ্রহণ করে। যেমন ইংরেজি শব্দ "nice" এর যাত্রা শুরু হয় ল্যাটিন শব্দ "nescius" থেকে চৌদ্দ খ্রিস্টাব্দে।  তখন এটির অর্থ ছিল "foolish" কিংবা "silly",  আঠারো খ্রিস্টাব্দে এসে এর অর্থ পরিবর্তিত হয়ে বর্তমান অর্থে ব্যবহৃত হতে থাকে।

ইদানিং মনে হচ্ছে মুক্তিযুদ্ধ কিংবা মুক্তিযোদ্ধা শব্দগুলোও একই রকমের ভাগ্য বরণ করতে যাচ্ছে। এই কয়েক বছর আগেও এই শব্দগুলো  শুনলে - আত্মত্যাগ, দেশপ্রেম, স্বাধীনতা, জালিমের বিরুদ্ধে মজলুমের প্রতিবাদ ইত্যাদি পজিটিভ শব্দের একটি মিশ্র অনুভূতি কাজ করতো কিন্তু এখন যে অনুভূতি কাজ করে সেগুলো সবই নেগেটিভ যেমনঃ ধান্দাবাজ, ক্ষমতালোভী, মিথ্যাবাদী, শাগবাগি, ভারতীয় দালাল, ফ্যাসিবাদ , ইসলাম বিদ্বেষ ইত্যাদি।  অনুভূতির এই বিবর্তনের জন্য অবশ্য বর্তমান মুক্তিযুদ্ধের sole trader  রা এককভাবে কৃতিত্বের অধিকারী। এইভাবে চলতে থাকলে অবশ্য এমনও দিন আসতে পারে যখন একজন মানুষরূপী শয়তানকে দেখে লোকে বলবে "শালা মুক্তিযোদ্ধা " 

Wednesday, July 12, 2017

বলেন তো বর্তমান বিশ্বে চলমান ইসলামের বিরুদ্ধে যুদ্ধের ইংরেজি নাম "ওয়ার অন টেরর" -এর বাংলা কি ?

বলেন তো  বর্তমান বিশ্বে চলমান ইসলামের বিরুদ্ধে  যুদ্ধের ইংরেজি নাম "ওয়ার অন টেরর" -এর বাংলা কি ?
উহু, হইলো না, এর বাংলা হইলো "মুক্তিযুদ্ধের চেতনা"

ইসলাম মানবতার ধর্ম নয়

# ইসলাম একটি মানবতার ধর্ম
# জ্বি না, ইসলাম আল্লাহর মনোনীত একমাত্র ধর্ম
# তুমি কি বুঝে কথাটা বললা না বুঝেই বললা
# আমি বুঝেই বলছি
# তো তোমার মতে ইসলাম একটি অমানবিক এবং অসহিষ্ণু ধর্ম
# না আমি ঠিক সেটাও বলিনি।
# তোমার কথার অর্থ তো তাই দাড়ায়
# ঠিক আছে এবার না হয় আমার উত্তরের ব্যাখ্যা দিচ্ছি। প্রথমত, আপনি বললেন ইসলাম মানবতার ধর্ম। এখন কথা হচ্ছে কোন দৃষ্টিভঙ্গির আঙ্গিকে আপনি মানবতার বিচার করছেন। আপনি যদি লিবারেল ভ্যালু অনুযায়ী বিচার করেন তাহলে ইসলাম অবশ্য়ই একটি অমানবিক ধর্ম। এখানে সমকামীদের, মুর্তাদদের শাস্তি মৃত্যুদণ্ড, চুরি করলে হাত কেটে দেওয়া হয়, বিবাহিত লোক জিনা করলে পাথর ছুড়ে মারা হয়, এ সবকিছু বর্তমানে প্রতিষ্ঠিত মানবতার বিচারে নির্মম হত্যাকান্ড। কিনতু যদি আপনার রেফারেন্স পয়েন্ট ইসলাম হয়ে থাকে তাহলে এ সবই মানবিক কারণ আল্লাহ ভালো জানেন কোনটা আমাদের জন্য ভালো আর কোনটা খারাপ, তিনিই সর্বশ্রেষ্ঠ বিচারক।
দ্বিতীয়ত, আপনি মনে করেছেন যেহেতু আমি বলেছি "ইসলাম আল্লাহর একমাত্র মনোনীত ধর্ম" আপনি ধরে নিয়েছেন এর মানে হলো অন্য ধর্মের প্রতি অবগ্গা কিংবা অসহিষ্ণুতার প্রকাশ। মোটেও তা নয়। প্রথমত এই কথাটি আমার নয় এটি স্বয়ং আল্লাহ পাক কোরানে বলেছেন আবার উনিই আমাদের বলেছেন বিধর্মীদের কে ইসলামের ব্যাপারে জোর করা যাবেনা, তাদের সাথে উত্তম ব্যবহার করতে হবে। এখানেও ঠিক আগের মত যদি আমার রেফারেন্স পয়েন্ট হয় সেকুলারিসম তাহলে সব ধর্মই আমার কাছে সমান কিনতু ইসলাম যদি আমার রেফারেনস পয়েন্ট হয় তাহলে ইসলামই আমার কাছে একমাত্র সত্য ধর্ম। ইসলাম কে একমাত্র সত্য ধর্ম বলে মানলে তা অন্য ধর্মের অনুসারীদের অবগ্গা কিংবা অসহিষ্ণুতার প্রকাশ করা হয় না।
# ঠিক আছে বুঝলাম, তো তুমি কি বলতে চাচ্ছ ইসলাম মানবতার ধর্ম, শান্তির ধর্ম এইসব আমরা বলব না
# বলেন, কিনতু সেইসাথে এটাও পরিস্কার করে বলেন যে নট আকর্দিং টু সেকুলার লিবারেল ভ্যালুস, কারণ এই ভ্য়ালুগুলোই এখন সারাবিশ্বে প্রতিষ্ঠিত তাই বাই ডিফল্ট যে কেও এই ভ্যালু গুলোর ভিত্তিতে ইসলাম কে বিচার করবে এবং তার কাছে তখন আপনার কথা গুলো মিথ্যা বলে প্রতীয়মান হবে.

জ্বি না, আপনিও ধার্মিক, আপনার ধর্মের নাম ইসলাম বিদ্বেষ

## ভারত শ্রীলংকার কাছে হেরেছে বাংলাদেশের কাছে হারেনি অথচ তুমি এটা নিয়ে যেভাবে উল্লাস করছো তা মোটেও শোভনীয় নয়। আর ভারত সম্পর্কে এইসব আজে বাজে কথা বলার আগে তোমার মনে রাখা উচিত ভারত আমাদেরকে একাত্তরে আশ্রয় দিয়েছে সবধরণের সাহায্য করেছে .....
$$ আংকেল ভারত কোনো চ্যারিটি অর্গানাইজেশন না যে আমাদেরকে শুধুমাত্র মানবিক কারণে সাহায্য করেছে। আমাদের বিরুদ্ধে স্বাধীনতা পরবর্তী ভারতীয় আগ্রাসন এবং শোষণ নীতি দেখলেই সেটা পরিষ্কার বোঝা যায়।
## তোমার এই ভারত বিদ্বেষী মনোভাব ঠিক কি কারণে তা আমি ভালো মতোই বুঝি। ধর্মীয় অন্ধবিশ্বাস তোমাকে অন্ধ করে দিয়েছে
$$ আপনার অন্ধ ভারত প্রেমও একটি ধর্মীয় অন্ধ বিশ্বাস থেকে এসেছে
## আমি কোনো ধর্মে বিশ্বাস করিনা, আমি নাস্তিক
$$ জ্বি না, আপনিও ধার্মিক, আপনার ধর্মের নাম ইসলাম বিদ্বেষ